শিল্প ও সংস্কৃতি
সাজেকের জন্য ত্রাণ সংগ্রহ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাজেকের চলমান খাদ্য সংকটে অভুক্ত থাকা মানুষের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে “সাজেকের পাশে জাহাঙ্গীরনগর” আজ ১২ই মে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই ত্রাণ সংগ্রহের আয়োজনে ছিল চিত্র প্রদর্শনী, চলচিত্র প্রদর্শনী, নাটক কবিতা ও গান।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত এই আয়োজনের মুল পর্ব শুরু হয় বিকেল ৪ টায়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। এরপর ঢাকা থেকে আগত আদিবাসী ব্যান্ড মাদল তাদের পরিবেশনা শুরু করে। মাদলের পরিবেশনার পর মঞ্চে সৈয়দ ফরহাদ ও ব্যান্ড দি বিস্কুট তাদের পরিবেশনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শিক্ষকসহ সর্বস্তরের মানুষকে সাজেকের এই খাদ্য সংকট নিরসনে ত্রাণ দেওয়ার আহবান জানানো হয়। মঞ্চের সামনে এবং দর্শকসারীতে ত্রাণের জন্য বাক্স রেখে ত্রাণ উত্তোলন করা হয়।