লামায় নাগরিক প্রতিনিধি দলকে বাধা প্রদানঃ ঢাকায় ৭ মে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ৬ মে, ঢাকাঃ লামায় ভূমি বেদখল পরিদর্শনকারী নাগরিক প্রতিনিধি দলকে বাধা প্রদান করা হযেছে। ৬ মে সকালে কক্সবাজার থেকে প্রতিনিধি দল লামার উপকন্ঠে ইয়াংসায় পোঁছলে নিরাপত্তা বাহিনীর লোকজন প্রতিনিধি দলের বহনকারী গাড়ী থামিয়ে দেয়। তারপর অবরোধের কথা বলে লামা প্রবেশে বাধা প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য মুঠোফোনে আইপিনিউজকে বলেন, ঘটনাস্থলে কোন অবরোধকারীদের তারা দেখেননি। প্রতিনিধি দল স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারাও অবরোধের বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন। এর পর প্রতিনিধি দল জেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ করার জন্য বান্দরবান রওয়ানা দেন। আনুমানিক বেলা ১টায় প্রতিনিধি দল বান্দরবান শহরের প্রবেশমুখে আবারও বাধার সম্মুখীন হন। শহরের অনতিদূরে রেইছ্যা নামক স্থানে স্থানীয় নিরাপত্তা চৌকিতে প্রতিনিধি দলকে থামানো হয়। শহরে প্রবেশ করলে প্রতিনিধি দলের নিরাপত্তা বিঘ্নিত এই অজুহাতে গাড়ী আটকে দেওয়া হয়। প্রতিনিধি দলের পক্ষে জেলা প্রশাসনের পদস্থদের সাথে মুঠোফোনে আলাপ করলেও কর্তৃপক্ষ কোনরূপ সহযোগিতা প্রদানে অপারগতা প্রকাশ করে। এরপর প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে রেইছ্যা ত্যাগ করেন।
উল্লেখ্য,বান্দরবানের লামা উপজেলায় বহিরাগতদের কর্তৃক পাহাড়ীদের জায়গা, ভিটেমাটি দখলের ঘটনাবলী সরেজমিন পরিদর্শনের জন্য রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক ও সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি ঢাকা থেকে ৫ মে লামার উদ্দেশ্যে রওয়ানা হন । প্রতিনিধি দলের নেতা পঙ্কজ ভট্টচার্য আইপিনিউজকে জানিয়েছেন ৭ মে রোববার বিকাল ৩টায় এই ঘটনার প্রতিবাদে ঢাকায় সংবাদ সম্মেলন করা হবে।