অন্যান্য

পাহাড়ে কালের কন্ঠ পত্রিকা পুড়িয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী

এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমাকে আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র শাখার সদস্য আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ ক্ষুব্ধ হয়ে কালের কন্ঠ পত্রিকায় আগুন দিয়েছে।

সূত্র জানায়, কালের কন্ঠ পত্রিকায় “ইউপিডিএফের সশস্ত্র এক সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে পাহড়কে অশান্ত করার চেষ্টা” শিরোনামে কাজী হাফিজ এর প্রতিবেদনে রিপোর্টি দেখে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা পত্রিকায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।
তাছাড়া এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর হেফাজতে রমেল চাকমা নির্মমভাবে খুন হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার পায়তারা চলছে, এর সাথে কালের কণ্ঠ প্রতিবেদকের যোগসাজস থাকতে পারে বলে তারা মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পার্বত্য চট্টগ্রামের সচেতন নাগরিকরা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে সেনাবাহিনীর হেফাজতে রাঙামাটি নানিয়াচর সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমার মৃত্যুর প্রতিবাদ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তির দাবীতে রবিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক, নৌ পথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়া ২৫ এপ্রিল মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মূখে অবস্থান ধর্মঘট এবং ২৬ এপ্রিল বুধবার নান্যাচর বাজার বয়কট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

Back to top button