আগামী ৭ ও ৮ এপ্রিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম সম্মেলন
আগামী ৭ ও ৮ এপ্রিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দু’দিন ব্যাপী এ সম্মেলন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘দুদিন ব্যাপী এ সম্মেলনের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে দশটায় সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর র্যালি অনুষ্ঠি হবে। র্যালিটি ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে পুনরায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।’
তিনি আরো জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, কমরেড খালেকুজ্জামান, কমরেড দিলীপ বড়ুয়া, অ্যাডভোকেট সুলতানা কামাল, কামাল লোহানী, শাহরিয়ার কবীর, সৈয়দ আবুল মকসুদ, ড.দেবপ্রিয় ভট্টাচার্যসহ নাগরিক সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত থাকবেন।
রাণা দাশগুপ্ত আরো জানিয়েছেন, অনুষ্ঠানের দ্বিতীয় দিন,শনিবার, কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে দেশ-বিদেশের প্রায় আড়াই হাজার কাউন্সিলার উপস্থিত থাকবেন ।
এ সময় রাণা দাশগুপ্ত বলেছেন, ‘ধর্মীয় বা জাতিগত পরিচয়ে নয়, নাগরিকের পরিচয়ে জীবন-জীবিকার সর্বক্ষেত্রে ন্যায্য হিস্যা আদায়ের ন্যায়সঙ্গত লড়াইকে জোরদার করার লক্ষ্য নিয়েই এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কাজল দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তের সঞ্চনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।