অন্যান্য

মহালছড়িতে আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছে বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৭ জুলাই ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলার মহাল ছড়িতে আদিবাসী, পাহাড়ি অধিবাসীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং ৩৭টি বাড়িতে অগ্নি সংযোগ এবং কয়েকজনকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, পাহাড়ি জনপদে মাঝে মাঝে এ ধরণের হামলা ঘটেই চলেছে। অপরাধীদের গ্রেপ্ততার বিচার ও শাস্তি না হওয়ায় অপরাধের প্রবণতা ও তীব্রতা ক্রমাগত বাড়ছে। ফলে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ বিরাজ করছে। তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দাবি করেন।

সরকার ও প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যর্থতার নিন্দা করে তিনি বলেন, একের পর এক জায়গা দখল, হামলা, বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় পাহাড়ি জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এর দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।

তিনি সকল গণতান্ত্রিক মহলকে পাহাড়ে হামলা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানান।

Back to top button