অন্যান্য

১২ মে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে সিপিবি’র বিক্ষোভ

ভোজ্যতেল নিয়ে কারসাজি সৃষ্টিকারী মজুতদার সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তি, দাম কমানো, রাষ্ট্রীয় উদ্যোগে তেলসহ নিত্যপণ্যের মজুত গড়ে তোলা, সারাদেশে টিসিবির দোকান-গাড়ির সংখ্যা বৃদ্ধি, ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো ও তেলসহ জরুরি পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করা, সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

এসব দাবিতে আগামী ১২ মে বৃহস্পতিবার ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ এর কর্মসূচি ঘোষণা করেছে।

সিপিবি সভাপতি মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে তেলসহ নিত্যপণ্য নিয়ে কারসাজির বিরুদ্ধে ও জনজীবনের স্বস্তি নিশ্চিত করতে উল্লিখিত দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখতে ও ঢাকায় ১২ মে সকাল সাড়ে এগারোটায় পল্টন মোড়ে সমাবেশ , বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নিজের স্বার্থে দাবি আদায়ে সাধারণ মানুষকে রাজপথের বিক্ষোভে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Back to top button