জাতীয়

ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের ক্ষোভ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ জানান।
সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, কয়েক দফায় দেশে ভোজ্য তেলের দাম বাড়ার পরও গত কয়েক দিনে ভোজ্য তেলের দাম আবারও বেড়েছে, যা আন্তর্জাতিক বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মজুতদার ও সিন্ডিকেট বিপুল পরিমান ভোজ্য তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করছে। যে সময় আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম স্থিতিশীল, সে সময়ে আবারও তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করেছে।
এছাড়া মজুতদার, বাজার সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য মূল্যে ভোজ্য তেল প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বানও জানান তিনি।

Back to top button