আঞ্চলিক সংবাদ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কোচ আদিবাসীর দোকানে হামলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ারবাজার নামক স্থানে কোচ আদিবাসী পরিবারের দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ একই এলাকার ক্ষমতাশালী হারুন এর রশীদ গং এর বিরুদ্ধে।

উপেন্দ্র কোচ জানান, আজ মংগলবার বিকাল আনুমানিক ৩ ঘটিকায় আচমকা দোকানে ঢুকে কিল ঘুসি ও ব্যাপক ভাংচুর চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে।

উপেন্দ্র কোচের নিজের বাপ দাদার রেকর্ডের জমিতে দীর্ঘ দিন যাবত দোকান করে আসছে। এমত অবস্থায় আতংকে দিন কাটাচ্ছে উপেন্দ্র কোচের পরিবার। নিজের বাপ দাদার রেকর্ডের জমি থেকে উচ্ছেদ করার জন্য এমন হামলা চালিয়ে বলে জানিয়েন উপেন্দ্র কোচের পরিবার।

ঘটনার সময় ৯৯৯ ফোন দিয়েও কোন সাহায্য পায়নি বলেও জানিয়েছে উপেন্দ্র কোচ।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত হুমকি দিয়ে আসছিলো হারুন গং যার ফলে নিজের প্রাণের কথা চিন্তা করে ভালুকা উপজেলায় এই বিষয়ে অনেক আগে একটি জিডি করা করেছিলেন।

এই ঘটনার এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে অতিদ্রুত এই বিষয়ে মামলা করবেন বলে যানিয়েছে উপেন্দ্র কোচ।

এই হামলার তীব্র প্রতিবাদ এবং দোষিদের আইনের আওতায় এনে দ্রুত কঠিন বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন।

Back to top button