রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা কমিটির আয়োজনে আজ সকাল ১১.৩০ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ডাইংপাড়া মোড়ে গোলচত্বরে গোদাগাড়ী উপজেলার আদিবাসী বসবাসরত গ্রামের খাস পুকুর, খাস জমি, কবরস্থান রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকারি অনুদান সুষ্ঠ বন্টনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নিবার্হীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা কমিটি সভাপতি রবীন হেমরম এর সভাপতিত্বে ও জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা কমিটি সাধারণ সম্পাদক সোনাবাবু হেমরম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণত সম্পাদক তরুণ মুন্ডা প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী কতৃক বরাদ্দকৃত বাড়ি অগ্রাধিকারের ভিক্তিতে আদিবাসী দরিদ্র ও গরীব,দু:স্থ আদিবাসীদের দিতে হবে। আদিবাসী গ্রামে অবস্থিত সরকারি খাস পুকুর উক্ত গ্রামের আদিবাসীদের লিজ প্রদান করতে হবে। আদিবাসীদের উপর মাদকের মিথ্যা মামলা ও হয়রানী বন্ধ করতে হবে।
দীর্ঘদিন দিন থেকে খাস জমিতে আদিবাসীদের কবর স্থানসমূহ আদিবাসীদের বন্দোবস্ত করে দিতে হবে এবং উন্নয়ন মূলক কর্মসূচীতে আদিবাসীদের বেশি বেশি অংশ গ্রহণ বৃদ্ধি করা ও বাস্তবায়ন কমিটি গুলোতে আদিবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।