অন্যান্য
ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে।
শুক্রবার ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে।
এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এখন প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছি। ২২ ফেব্রুয়ারির মধ্যে যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে বাকি বর্ষের সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব।’