জাতীয়

আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা আর নেই

উত্তরবঙ্গের আদিবাসীদের নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা আর নেই। আজ শনিবার ৫ ফেব্রুয়ারি ২০২২ বিকাল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

জাতীয় আদিবাসী পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সহ সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমলচন্দ্র রাজোয়াড়, কোষাধক্ষ্য সম্পাদক সুধীর তির্কী, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেণ, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী মহানগর সভাপতি সুমিলা টুডু, সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ সভাপতি হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক, নরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক , তরুণ মুন্ডা প্রমূখ শোক জানিয়েছে। আত্মার শান্তি কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সবিন চন্দ্র মুন্ডার শেষকৃত্য আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১টার সময়, তার নিজ বাসত বাড়ি বৃন্দাবনপুর ( কালনা), এনায়েতপুর, মহাদেবপুর নওগাঁয় সম্পন্ন হবে।

আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১টার সময় তার নিজ বাসত বাড়ি বৃন্দাবনপুর ( কালনা), এনায়েতপুর, মহাদেবপুর নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের এর সকল নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেছে সংগঠনটি।

Back to top button