শেরপুরে একদিনে ৬ জোড়া বিয়ে

কাঞ্চন মারাক, শেরপুর প্রতিনিধি: ১০ জানুয়ারি শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন সীমান্তবর্তি হাড়িয়াকোনা গ্রামে একদিনে-একত্রে ৬ জোড়া দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় ব্যাপ্টিস্ট গির্জায় বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস কর্ণিয়া সাংমার অর্থায়নে ও চার্চ সভাপতি পা: এলিয় মৃ ‘র পরিচালনায় বিয়ের আয়োজন করেছে হাড়িয়াকোনা ব্যাপ্টিস্ট চার্চ।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডব্লিউএ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মি. প্রাঞ্জল এম সাংমা, পা. পনুয়েল মৃ, ডি. মর্নিংটন ম্রং, ডি. অন্বেষ রাংসা, সিইএস সভাপতি প্রেমানন্দ রাংসা, সুন্দারী ইয়ুথ ক্লাব সভাপতি ডি. নিপুন ম্রং, বাগাছাস সভাপতি জীবন ম্রং, লেবানুস ম্রং, স্বপন মৃ, সুরঞ্জিত চিরান প্রমূখ।
এছাড়াও মন্ডলীর সভ্য-সভ্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা আইপি নিউজকে জানায়, এক দিনে এতোগুলো বিয়ে একেবারে বিরল। এই নবদম্পতিরা অনেকদিন ধরে গ্রামে সমাজ স্বীকৃতি ছাড়া একত্রে বাস করে আসছিলো। এদের চার্চভূক্তকরণ করে সমাজে স্বীকৃতিদানের প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়।