স্কুলছাত্রী গণধর্ষণকারী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকায় মানববন্ধন

কাঞ্চন মারাক, ঢাকা: শনিবার বিকাল চার ঘটিকায় ময়মনসিংহের হালুয়াঘাটে আদিবাসী ২জন গারো আদিবাসী স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকার নদ্দা প্রগতী স্মরণীতে মানববন্ধন করেছে ঢাকায় বসবাসরত গারো আদিবাসী জনতা।
গাসু – ঢাকা মহানগর শাখা সভাপতি সতীর্থ চিরানের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট রাকেশ রেমা, বাগাছাস কেন্দ্রীয় সাবেক সফল সভাপতি ও সাংবাদিক নিখিল মানখিন, সাইলেন রিছিল, কেনুশ ম্রং, শিশির দিও, মনোরমা ম্রং, জনসন মৃ, প্লাস্টন রেমা, হেরিসন দালবত প্রমূখ।
উক্ত সমাবেশে সংহতি জানাতে উপস্থিত ছিলেন ডুমনিকুড়া ওয়ার্কার্স টিম, বাগাছাস-ঢাকা মহানগর, গাসু নেতৃবৃন্দসহ সম্মিলিত ঢাকা মহানগরীর গারো আদিবাসী জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, হালুয়াঘাটে ২ গারো স্কুলছাত্রী গণধর্ষণের সাথে জরিত মূলহোতা রিয়াদসহ এজাহারভূক্ত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। দ্রুত বাকি অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে হবে এবং সর্বচ্চতম শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়াও, অপরাধী যাতে ছাড় না পায় এতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।