অন্যান্য

পাটুরিয়ায় ফেরি কাত হয়ে ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে গেছে। ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। আমানত শাহ নামের এই ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছিল।

ফেরিতে থাকা গাড়িগুলো পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে আমানত শাহ ফেরিটি পাটুরিয়া ঘাটে আসে। এখানে পাঁচ নম্বর ঘাটে লাগানোর পর হঠাৎ ফেরিটি কাত হয়ে আংশিক ডুবে যায়। ফেরিতে থাকা ট্রাকগুলো তখন নদীতে পড়ে যায়। এই ফেরিতে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক ছিল বলে তিনি জানান।

এই ঘটনায় কেউ হতাহত হয়েছে, কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি। এই ঘটনার পরপরই দমকল বিভাগ উদ্ধার অভিযান শুরু করেছে।

সূত্র ঃ বিবিসি বাংলা।

Back to top button