আজ বিকেলে সাক্রামেন্টের ৯৮৯ এ্যালবামের দ্বিতীয় গান “ওয়ান্না” রিলিজ হচ্ছে

বাংলাদেশী গারোদের জনপ্রিয় ব্যান্ড সাক্রামেন্টের এ্যালবাম ৯৮৯ এর দ্বিতীয় গান “ওয়ান্না” আজ বিকেল ৫ টায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে।
ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে গত ২১ অক্টোবর এই ঘোষণা দিয়েছে ব্যান্ড সাক্রামেন্ট।
গারো ভাষার রক জনরার এলবামে মোট ৭ টি গান থাকছে। গত ৮ই অক্টোবর সন্ধ্যা ৬ঃ৩০ টায় ঢাকার ফার্মগেট এলাকার মাহবুব প্লাজার হেভি মেটাল টি শার্টের আউটলেটে তাদের এ্যালবামের প্রথম গান “কাথা গিছাম” প্রকাশিত হয়েছিল।
এ্যালবামের প্রথম গান “কাথা গিছাম” রিলিজের পর প্রতি ১৫ দিন পর পর একটি করে গান তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার ঘোষণা দিয়েছিল সাক্রামেন্ট। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে তাদের প্রকাশিত এ্যালবামের দ্বিতীয় গান “ওয়ান্না” রিলিজ হচ্ছে।
এ্যালবামের রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও স্বাধীন, মার্চেন্ডাইস পার্টনার হেভি মেটাল টি শার্ট, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আদিবাসী নিউজ পোর্টাল আইপিনিউজ ও গারো নিউজ পোর্টাল আচিকনিউজ২৪, এ্যালবামের ডিজাইন ও আর্টওয়ার্ক করেছে সিসিকে ও সুজন জেনিথ দারিং, প্রমোশনাল পার্টনার হিসেবে আছে রো এন্ড হেভি। এ্যালবামের গান স্ট্রিমিং পার্টনার হিসেবে থাকছে “গান” এপস। আর এ্যালবামের গানগুলো রেকর্ড করা হয়েছে নয়েজমাইন স্টুডিওতে।
সাক্রামেন্ট ব্যান্ডের ইউটিউব লিংকঃ https://www.youtube.com/c/SaCraMentOfficialTheGaroBand.