অন্যান্য

১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে চলমান বিধিনিষেধের সময়সীমার বাড়ল আগামী ১৪ জুলাই পর্যন্ত।

গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নেয়। এই বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

এই সময়ের মধ্যে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত রয়েছে।

Back to top button