আঞ্চলিক সংবাদ
১৪ দিনের জন্য রাঙ্গামাটির সকল পর্যটনকেন্দ্র বন্ধের নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাঙ্গামাটির সকল পর্যটন কেন্দ্র ১৪ দিন পর্যন্ত বন্ধ রাখার নিদের্শনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার বিকেল সাড়ে চার টার সময়ে জেলা প্রশাসনের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে আয়োজিত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া বিষয়টি ঘোষণা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


