জাতীয়

রাজমাতা আরতি রায়ের জীবনাবসান

চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিষ রায়ের মাতা আরতি রায় ২৫ এপ্রিল সোমবার ভোর ৪ টায় পরলোকগমন করেছেন। চাকমা রাজপরিবার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্চায় চিকিৎসাধীন ছিলেন। আরতি রায় প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের সহধর্মিনী ছিলেন।
রাজমাতা আরতি রায়ের মরদেহ সকালে প্রথমে রাঙ্গামাটিস্থ রাজবন বিহারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাকমা রাজবাড়িতে রাজমাতার মরদেহ পৌছানো হয়।
রাজবাড়ির সূত্র জানাচ্ছে, ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেল বেলায় রাজমাতাকে যথাযথ মর্যাদায় সৎকার করা হবে।
মৃত্যুকালে রাজমাতা আরতি রায়ের বয়স ছিল ৮৩ বছর।

Back to top button