আঞ্চলিক সংবাদ

গোবিন্দগঞ্জে আদিবাসী বাঙ্গালি শিশুদের মাঝে গরম পোশাক বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাহ্ ফাউন্ডেশন এর আয়োজনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলার সহযোগিতা গত ৭ জানুয়ারি দুপুর ১টার সময় শ্যামল মঙ্গল রমেশ আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জয়পুর সাপমারা গোবিন্দগঞ্জে এক থেকে তেরো বছর বয়সী আদিবাসী বাঙ্গালি সাধারণ ও শিক্ষার্থীদের মাঝে গরম পোশাক প্রায় ২০০ জনের মাধ্য বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা সাবেক সভাপতি ওয়াজিয়র রহমান, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, দপ্তর সম্পাদক রাফায়েল হাঁসদা, বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা সভাপতি প্রতিভা ববি সহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button