আন্তর্জাতিক

২০ দেশের সঙ্গে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের কারণে দেশটির সঙ্গে অন্তত ২০টি দেশ ফ্লাইট বন্ধ করেছে। এছাড়া বিভিন্ন দেশ ফ্লাইট বন্ধের কথা ভাবছে।

দেশটির সঙ্গে ফ্লাইট বাতিল করা দেশের মধ্যে রয়েছে কানাডা, চিলি, কলম্বিয়া, ইরান, সৌদি আরব। এছাড়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ এবং লাতভিয়া।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্ক করে জানিয়েছেন, করোনা ভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে তা মোটেই নিয়ন্ত্রণে নেই। তিনি সবাইকে কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, রবিবার দেশটিতে রেকর্ড ৩৫ হাজার ৯২৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়িয়ে পড়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে সোমবার জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।

Back to top button