জাতীয়

কলেজের ছাত্র হত্যা মামলায় আনিসুল হকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাত হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দেয়। আনিসুল হক ছাড়া অন্যরা হলেন প্রথম আলোর কবীর বকুল, শুভাশিস প্রামাণিক, মহিতুল আলম ও শাহ পরাণ।

২০১৯ সালের ১ নভেম্বর প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার।

ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। এ মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ আরো কয়েকজন আসামি থাকলেও তারা উচ্চ আদালতের জামিনে আছেন।

source: http://independent24.com/

Back to top button