আঞ্চলিক সংবাদ

গুইমারা উপজেলায় ত্রিপুরা এক যুবককে নির্মমভাবে হত্যা

বিশেষ সংবাদদাতাঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলার তৈকর্মা মৌজার হাফছড়ি ৭নং ওয়ার্ড ফের কুমার কার্বারী পাড়া এলাকায় পিলো কুমার ত্রিপুরা (৩০) নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (৮জুন ২০২০খ্রি.) সকালে নিহতের লাশ বাড়ীর পাশ্ববর্তী জায়গা থেকে গুইমারা থানা পুলিশ উদ্ধার করে। সে এক সন্তানের জনক ও ঐ এলাকার কৃতান্ত ত্রিপুরা ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা সূত্রে জানা যায়, কে বা কারা নির্মম ভাবে হত্যা করে বাড়ির নিকটবর্তী পাহাড়ের উপরের চলাচল রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা তার লাশ দেখে গুইমারা থানায় খবর দিলে ভারপ্রাপ্ত ওসি মো: মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় রামগড় সার্কেল ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত যুবকের মাথার পিছনে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রশাসন কাউকে আটক করতে পারেনি।

Back to top button