জাতীয়

করোনা মহামারীতে দায়িত্ব পালনে ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবী

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা ও দায়িত্ব পালনে অযোগ্যতার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে স্বাস্থ্য সেক্টরকে নেতৃত্ব দিতে সক্ষম সৎ, যোগ্য, দক্ষ, গতিশীল ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্বকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তাঁরা বলেন, ”জনগণের স্বাস্থ্য নিরাপত্তার জন্য এ মুহুর্তে যখন স্বাস্থ্য মন্ত্রীকে সরকারের সকল কাজকে সমন্বয় করতে উদ্যোগ নেবার কথা তখন তিনি বাসভবনের নিরাপদ চৌহদ্দীর মধ্যে বসে দৈনিক গতানুগতিক বাণী দিচ্ছেন যা শুধু জনগণের মধ্যে বিরক্তির উদ্রেক করছে। স্বাস্থ্য মন্ত্রীকে কোনো তোয়াক্কা না করে গার্মেন্ট সহ সব কিছু যখন একে একে খুলে দেয়ার মত আত্মঘাতী সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তখন স্বাস্থ্য মন্ত্রী তাকে ঠেকাবার কোনো চেষ্টা না করে তার পক্ষে সাফাই গাইছেন। গার্মেন্টস মালিক গোষ্ঠীর সাময়িক লোভের বলি হচ্ছেন লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা তথা সমগ্র জনগণ। তাদের পথ অনুসরণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা, জনসাধারণ দেশব্যাপী জারী করা সাধারণ ছুটি নামক অঘোষিত লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে আসা শুরু করেছেন। সারা দেশে যখন করোনা মহামারী ক্রমান্বয়ে বাড়ছে, তখন প্রয়োজন আরো সতর্কতা, ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক সহায়তা দিয়ে লকডাউনকে আরো কার্যকর করা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সেসবের প্রতি উদাসীনতা দেখিয়ে বাংলাদেশে মহামারীর ধীর গতিকে রকেট গতিতে পরিণত করার সুযোগ তৈরী করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ”করোনা রোগীকে সামাজিক বিদ্রুপের শিকারে পরিণত করলে রোগীরা রোগ লুকিয়ে জনসমাজে ঘুরে বেড়াবেন, মহামারীর আরো বিস্তার ঘটবে। করোনা রোগীরা মহামারীর শিকার। আমাদের লড়াই ভাইরাসের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। আপনারা রোগীদের প্রতি মানবিক আচরণ করুন। মনে রাখবেন, ভাইরাসের দ্বারা সংক্রমিত হবার ঝুঁকিতে সবাই আছেন।”

Back to top button