অন্যান্য

আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিনের সভায় ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত ২৮ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন এবং মারা গেছেন এক জন।

ভাইরাস প্রতিরোধে গত ১৭ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।

Back to top button