অন্যান্য

দেশ কি সরকার চালায় নাকি সিন্ডিকেট চালায়: রাশেদ খান মেনন

“করোনা ভাইরাস নিয়েও সিন্ডিকেটরা ব্যবসা করে মুনাফা করতে চায়। বডি ভাইরাস প্রতিরোধক হ্যান্ডক্লিনার, মাস্ক সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে তারা দেশের মানুষকে আতংকগ্রস্ত করে তুলছে। স্বাভাবিকভাবেই এই জিজ্ঞাসা আসে দেশ কি সরকার চালায় নাকি সিন্ডিকেট চালায়। না হলে পড়ে সিন্ডিকেট যারা করে তাদেরকে দমন করা যায় না কেন। কেন মানুষের মধ্যে মূল্যবোধ এভাবে হারিয়ে যাবে। কেবল এই সি-িকেটই না, স্বাস্থ্য মন্ত্রণালয় একইভাবে ডেঙ্গু প্রতিরোধের মতো করোনা ভাইরাস নিয়ে সেই একই পুরনো খেলা খেলছে। ইটালি থেকে আসা প্রবাসীদের চিহ্নিত করা হয় না এবং কোয়ারেন্টাইল করা হয় না। অথচ ইটালিতে সরকার ১ কোটির ওপর মানুষকে কোয়ারেন্টাইন করেছে। সেখানে বাংলাদেশী যারা ফেরত আসবে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কি খেলা খেলছে আমরা বুঝতে পারছি না। আমরা এটা বিশ^াস করি এই সরকারের সক্ষমতা আছে করোনা ভাইরাসের মোকাবিলা করে জনগণকে রক্ষা করা। কিন্তু এই সমস্ত সিন্ডিকেটরা, কর্তাব্যক্তিরা যে আচরণ করছেন তাতে সরকারের সেই সক্ষমতাও ব্যর্থতার পর্যায়ে চলে যাবে। তিনি আশা করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে করোনা ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব। কিন্তু একই সঙ্গে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্তাব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”
আজ ১২ মার্চ সকাল ১১টায় গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন উপরোক্ত বক্তব্য রাখেন। গাজীপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মজিদের সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা কমিটির সদস্য কমরেড মামুনুর রশিদ।

Back to top button