জাতীয়

জাহাঙ্গীরনগরও থাকছে না সমন্বিত ভর্তি পরীক্ষায়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজেদের মতো ভর্তি পরীক্ষা ব্যবস্থা চালু রাখার ঘোষণার পর আজ সিদ্ধান্ত নিল জাবি।

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সমন্বিত ভর্তি পরীক্ষায় যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের ভর্তি পরীক্ষার নিয়ম মেনেই শিক্ষার্থী ভর্তি করা হবে।

গত মাসের ২৩ তারিখ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক মতবিনিময় সভায় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরে বুয়েট, চবি, ঢাবি ও রাবি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জানিয়ে দেয় যে তারা এই সমন্বিত কেন্দ্রীয় উদ্যোগে যুক্ত হচ্ছে না।

Back to top button