ভাটারায় আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার
ঢাকার ভাটারায় ১২ বছর বয়সী এক আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ (১১ জানুয়ারী), ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জানুয়ারী) রাত ১০টা থেকে সে নিখোঁজ ছিল। রাতভর তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন ভোর পাঁচটার দিকে ভাটারার একটি রাস্তার মোড়ে কিশোরীকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। পরে কিশোরীর পরিবারের লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে।
নির্যাতিতা কিশোরী পরিবারের সাথে ভাটারায় বসবাস করতো। পরিবারের অভিযোগ, বাসার সামনে থেকে তুলে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করা হয়েছে।
এ বিষয়ে তাঁর বড় বোন বলেন, ‘প্রথমে লজ্জা ও ভয়ের কারণে বিষয়টি কাউকে জানাতে চাইনি। পরে অসুস্থবোধ করায় পরিবারের সম্মতিক্রমে শুক্রবার রাতে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। এখন সেখানেই ভর্তি রয়েছে।’
তিনি আরও জানান, ‘আমার বোনের কাছ থেকে জানতে পেরেছি, একটি ছেলে বাসার সামনে থেকে আমার বোনকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে তাঁর চোখ-হাত-পা বেঁধে চারজন মিলে তাকে ধর্ষণ করে।’