আঞ্চলিক সংবাদ
গতরাতে ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থী গারো আদিবাসী তরুণীর আত্মহত্যা
গতকাল রাতে ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থী মিমি চিরান নামের এক গারো আদিবাসী তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
মেয়েটি ময়মনসিংহ মহিলা কলেজ থেকে এইবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করছিল। মহিলা কলেজের হোস্টেলের ভেন্টিলেটরে নিজের ওড়না ব্যবহার করে সে আত্মহত্যা করে।
বর্তমানে মৃতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের অপেক্ষায় আছে। ময়মনসিংহ কতোয়ালী থানা পুলিশ সকালে লাশ উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে আসে। শেষ খবর পাওয় পর্যন্ত ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ব্যক্তিগত সম্পর্কজনিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।