আন্তর্জাতিক

বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড যুক্তরাষ্ট্রের আলাস্কায়

বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায়। স্থানীয় সময় শুক্রবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৬৫ ডিগ্রি। ২০১২ থেকে এ পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে আলাস্কায় ১৯৫৪ সালের ২৭ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬৭ ডিগ্রি। উত্তর মেরুর ফেয়ারব্যাঙ্কসে অবস্থিত জাতীয় আবহাওয়া পরিষেবা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্বের বহু দেশের মানুষ ডিসেম্বরের তীব্র শীতে নাস্তানাবুদ হন। এর মধ্যে আলোচনায় ছিল ভারতের লাদাখের মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা। তবে এর চেয়েও বহু কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার বেটলস শহরে। সেখানে শুক্রবার সকালে তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজমান।গত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা।

Source: ittefaq.com.bd

Back to top button