খেলাধুলা

প্রথম স্বর্ণপদক পেলেন দিপু চাকমা

সোমবার (২ ডিসেম্বর) এসএ গেমসের দ্বিতীয় দিন সকালে তায়কোয়ান্দোতে স্বর্ণপদক জেতেন দীপু চাকমা।

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে প্রথম স্বর্ণপদক পেল বাংলাদেশ।

সোমবার (২ ডিসেম্বর) এসএ গেমসের দ্বিতীয় দিন সকালে তায়কোয়ান্দোতে স্বর্ণপদক জেতেন দীপু চাকমা।

এর কয়েক ঘণ্টার আগেই হোমায়রা আক্তার অন্তরা ও হাসান খান সান কারাতে’তে দু’টি ব্রোঞ্জ পদক লাভ করেন।

তায়কোয়ান্দোর ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব ২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন রাঙামাটির দিপু চাকমা।

Source: Banglatribune.com

Back to top button