নওগাঁয় আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2019/10/rr-2-1.jpg)
নওগাঁর ধামইরহাট উপজেলায় রুপলালা হেমব্রম (১৮) নামে এক আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড় মোল্লাপাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বড় মোল্লা পাড়ার অনিল হেমব্রমের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়রা একটি ব্রিজের নিচে রুপলালার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক ও আশরাফুল ইসলাম (মহাদেবপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর রুপলালের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ কুপিয়ে হত্যা করেছে।
ওসি আরো জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।