আন্তর্জাতিক

পাকিস্তানকে বাদ দিয়ে আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ ভারতের

পাকিস্তানকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ভারত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রধান তাকেহিকো নাকাও টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আঞ্চলিক অন্তর্ভুক্তি ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ অর্থনীতিতে খুব ভাল করছে।

অথনৈতিকভাবে দ্রুত বর্ধণশীল বাংলাদেশ ও মিয়ানমারকে এই জোটে রাখা হবে। আঞ্চলিক অথনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করতে এই উদ্যোগ নিচ্ছে দিল্লি।

এমন সময় এই উদ্যোগ নেওয়া হচ্ছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জোটের নাম হবে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক)।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের কার্যক্রমে ধীরগতি থাকায় এই জোট গঠনের চিন্তা চলছে। জোটের অন্য সদস্যরা হচ্ছে- নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আগামী গ্রীষ্মে সংশ্লিষ্ট দেশের অর্থমন্ত্রীরা নয়াদিল্লিতে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

Back to top button