জাতীয়

ইন্ডিজেনাস শব্দ ব্যবহারে দায়ের করা মামলা বাতিল

প্রতিবেদনে ইন্ডিজেনাস শব্দ ব্যবহার করায় সাংবাদিক সঞ্জয় বড়ুয়ার বিরুদ্ধে ডিজিটাল সুরক্ষা আইনে দায়ের করা মামলা বাতিল করেছে আদালত। মঙ্গলবার (২৮ আগস্ট) বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এক আদেশে মামলাটি বাতিল করেন।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার আদিবাসী শব্দের ব্যবহারকে নিরুৎসাহিত করেছিল, তবে ইন্ডিজেনাস ব্যবহারে নিরুৎসাহিত করে না এবং বাংলায় এর অর্থ আদিবাসী নয়।’

আদেশে আরো বলা হয়, এটি স্পষ্ট নয় যে অভিযুক্ত তার প্রতিবেদনে আদিবাসী শব্দটি ব্যবহার করে কোনও অপরাধ করেছেন।’

উল্লেখ্য, গত ২৮শে জুলাই ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিজেনাস শব্দটি ব্যবহারের জন্য খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম রানা বাদী হয়ে সঞ্জয় কুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেছিল।

এজাহারে মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেছেন যে সঞ্জয়ের রিপোর্টে পার্বত্য চট্টগ্রামের তিনটি আদিবাসী গ্রাম জমি দখলের মুখোমুখি হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ধ্বংস করেছে।

পরে আদালত পর্যবেক্ষণ করে দায়েরকৃত মামলাটি বাতিল করেন।

Back to top button