সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বাগাছাস’র বিক্ষোভ সমাবেশ
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2019/08/p-1.jpg)
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), ঢাকা মহানগর শাখা। আজ সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান।
বাগাছাস ঢাকা মহানগর শাখার সদস্য সচিব শোভন ম্রং-এর সঞ্চালনা ও ডন যেত্রার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাগাছাস কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লেখী রিছিল, যুগ্ম-সাধারন সম্পাদক প্রেমাতুষ ম্রং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা মহানগর শাখার সভাপতি নিপণ ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি সৈকত আরিফ, গারো স্টুডেন্ট ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক যোয়েল হাউই,হাজং স্টুডেন্ট কাউন্সিল ঢাকা মহা নগরের সাংগঠনিক সম্পাদক হরিদাশ হাজং, সুমন মাহাতো প্রমুখ।
সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।