আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় ৩১ জন নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিস্তুরে পাহাড়ের ওপর থেকে বাস পড়ে ৩১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিস্তুরের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা আজানান, কেশোয়ার থেকে কিস্তর যাওয়ার পথে বাসটি পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।

জম্মু-কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Back to top button