জাতীয়
বান্দরবানে আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং সহ ৪ জনকে আটক করেছে পুলিশ
বান্দরবান সদর উপজেলার উজি হেডম্যান পাড়া থেকে অপহৃত পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক পৌর কমিশনার চথোয়াই মং মার্মাকে হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেএসএসের কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক কেএসমং মার্মা ও জেএসএস এর জেলা সাধারণ সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যাবা মং মার্মা,মং হ্লা প্রু মার্মা হেডম্যান ও থৈ হ্লা মার্মাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার পুলিশ তাদের আটক করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদেরকে এই চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।