জাতীয়

নারী দিবসঃ রাজধানীতে আদিবাসী নারীদের থাকছে ভিন্ন ধর্মী আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে এবার থাকছে আদিবাসী নারীদের ভিন্ন ধর্মী আয়োজন। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক চারুকলার বকুলতলায় এই আয়োজন হাতে নিয়েছে। সংগঠনটির সদস্য সচিব চঞ্চনা চাকমা আইপি নিউজকে জানান ৮ মার্চ, শুক্রবার বিকাল ৩ টায় তাদের কর্মসূচী শুরু হবে।

নারী দিবস উপলক্ষে সংহতি সমাবেশ, অগ্রগামী আদিবাসী নারীদের শুভেচ্ছা স্মারক প্রদান, নারী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও নারী উদ্যোক্তাদের স্টল থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংহতি সমাবেশে আলোচক থাকবেন ওয়ার্কার্স পার্টির লুৎফুন্ নেসা খান এমপি, অধ্যাপক সাদেকা হালিম, মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা, নারী নেত্রী খুশী কবীর, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

Back to top button