ভূমি রক্ষায় সিলেটে মনিপুরী সম্প্রদায়ের মানববন্ধন
ভূমি রক্ষায় সিলেটে মানববন্ধন করেছেন মণিপুরী সম্প্রদায়ের মানুষ। বুধবার (৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘বৃহত্তর সিলেটের সম্মিলিত মণিপুরী নাগরিক সমাজ’ শীর্ষক ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন কেরেন তারা।
এ সময় তারা, সিলেট নগরীর শিবগঞ্জে মণিপুরী তাঁত প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের ভূমি রক্ষা ও জালিয়াত চক্র, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট মণিপুরী পঞ্চায়েত প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সমবায় নেতা এরশাদ আলী, কিডনি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নারী নেত্রী ফরিদা নাসরিন, রোটারী অব সিলেট এলিগেন্সের সাবেক সভাপতি জয়মোহন সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক সমেন্দ্র সিংহ প্রমুখ।
মণিপুরী যুব সমিতির সভাপতি ফ. ধীরেনের সভাপতিত্বে ও মণিপুরী যুব কল্যাণ সংস্থার সভাপতি নরেন সিংহের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, সিলেট প্রেসক্লাবের কার্যকরী সদস্য দীগেন সিংহ, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, আম্বরখানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবাল সিংহ প্রমুখ।
মানববন্ধনে, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডভুক্ত শিবগঞ্জ মণিপুরী পাড়ায় ০.৪৮ একর লিজপ্রাপ্ত অর্পিত সম্পত্তির ভূমি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।