আঞ্চলিক সংবাদ

কক্সবাজারে আদিবাসী দিবস উদযাপিত

“আদিবাসীদের ভূমি ও জীবনের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৬ দিবসটি পালনে আয়োজন করছে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন, আদিবাসী ছাত্র পরিষদের কক্সবাজার জেলা সহ- সভাপতি চিংসুই মারমা, আদিবাসী ছাত্র পরিষদে টেকনাফ উপজেলা শাখা সা: সম্পাদক রিপন চাকমা,আদিবাসী ফোরাম টেকনাফ উপজেলা শাখা সভাপতি প্রভা চাকমা আলো,আদিবাসী ফোরামে উখিয়া উপজেলা সদস্য মংফ্রু চাকমা,বাংলাদেশ রাখাইন ছাত্র পরিষদ সভাপতি জ জ উ, সারা বাংলাদেশ আদিবাসীদের সমস্যা তুলে ধরে আদিবাসী ফোরামে সা: সম্পাদক মংথেনহ্লা রাখাইন।

Back to top button