জাতীয়

জনসংহতি সমিতির ডাকা ৩৬ ঘন্টা অবরোধের ১ম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত

আইপিনিউজ ডেস্কঃ রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির ডাকা ৩৬ ঘন্টার অবরোধ শুরু হযেছে সোমবার সকাল ৬টা থেকে। অবরোধের ১ম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। অবরোধ ম্‌ঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। সম্প্রতি অনুষ্ঠিত ভূষণছড়া ইউপি নির্বাচনে ছোট হরিণা কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিতে জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা এই অবরোধের ডাকে দেয়। আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি জানান সারাদিন দূরপাল্লার কোন যানবাহন রাঙ্গামাটি ছেড়ে যায়নি। নৌপথেও লঞ্চ এবং অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে। জেলা শহরেও কোনপ্রকার যানবাহন চলাচল করেনি। ঢাকা, চট্টগ্রাম , বান্দরবান ও খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধের আওতামুক্ত থাকলেও শহরের দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি। অফিস আদালতেও তেমন ভীড় ছিলনা। জেলা সদরের ন্যায় অন্যান্য উপজেলাসমূহ থেকেও কোন প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি।
অবরোধের শুরুতে সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে জনসংহতি নেতা কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা আইপিনিউজকে বলেন ৩৬ ঘন্টার অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। তিনি বলেন, অবরোধে রাঙ্গামাটিবাসী ব্যাপক সাড়া দিয়েছে। উদয়ন ত্রিপুরা অবিলম্বে জনতার দাবি মেনে নিয়ে ছোট হরিণা কেন্দ্রে পুনঃনির্বাচনের আহ্বান জানান। জনসংহতি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংবাদ পত্র বহনকারী গাড়ী, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স অবরোধের আওতামুক্ত থাকবে।

Back to top button