জাতীয়

যশোরে গার্লস হোস্টেলে আদিবাসী ছাত্রী ধর্ষণ ও হত্যা: প্রতিবাদে পিসিপি ও এইচডাব্লিউএফ’র যৌথ বিবৃতি

যশোরের কেশবপুর থানাধীন খ্রিস্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) এর যৌথ বিবৃতি প্রদান করেছে।

বিবৃতিতে বলা হয় গত ১৫ মার্চ ২০২৫ খ্রি: যশোর জেলার কেশবপুর থানাধীন খ্রিস্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার ৯ম শ্রেণির এক ত্রিপুরা আদিবাসী ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ) গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছে।
পিসিপি ও এইচডব্লিউএফএর যৌথ বিবৃতি
ভূক্তভোগী শিক্ষার্থীর পিতার সূত্রমতে, গত ১৩ মার্চ ২০২৫ খ্রি: আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় ভূক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফোন দিয়ে জানায় যে, স্কুল ছুটি পাওয়া সত্ত্বেও হোস্টেল থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে না এবং যশোর কেশবপুর খ্রিস্টিয়ান আউট রিচ সেন্টারের পরিচালক খ্রিস্টফার সরকার ও হোস্টেলের ম্যানেজার প্রদীপ সরকার বিভিন্নভাবে প্রলোভন দেখানোসহ অশ্লীল ভাষায় কথাবার্তা এবং যৌন হয়রানি করছে। গত ১৪ মার্চ ২০২৫ খ্রি: শিক্ষার্থীর মৃত্যুর পরও হোস্টেল কর্তৃপক্ষ তার পরিবারের কাছে মৃত্যুর সংবাদটি গোপন রাখে। পরবর্তীতে খ্রিস্টফার সরকার ঘটনাটিকে ধামাচাপা দিতে সত্য মানিক ত্রিপুরা ও হানি চরণ ত্রিপুরা দ্বারা শিক্ষার্থীর পিতাকে মেয়ের মৃত্যুর বিষয়ে কোনরকম কথাবার্তা না বলতে অর্থের প্রলোভন দেখানো এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি প্রদান করা হয়। হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের তথ্যমতে, ভূক্তভোগী শিক্ষার্থী হোস্টেল ম্যানেজার প্রদীপ সরকার কর্তৃক জোরপূর্বক ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে।
আমরা অত্যন্ত উদ্বেগজনকভাবে পরিলক্ষিত করছি যে, সাম্প্রতিককালে দেশের নারী ও শিশুর উপর যৌন নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটন বৃদ্ধি পেয়েছে। সারা দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলেও অপরাধীদের শাস্তি প্রদানে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আইনের যথাযথ প্রয়োগের অভাব, প্রশাসনের উদাসীনতা এবং বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা এসব ঘটনার হার আরও বাড়িয়ে দিচ্ছে বলে পিসিপি ও এইচডাব্লিউএফ মনে করে।
তাই যশোরের কেশবপুর থানাধীন খ্রিস্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে ৯ম শ্রেণির ত্রিপুরা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত অপরাধীদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন জোর দাবি জানাচ্ছে।

Back to top button