পিসিপির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাল রিজার্ভ বম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ অনুষ্ঠিত
আইপিনিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাল রিজার্ভ বম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ সম্পন্ন হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রুয়েট-সহ রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যেকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত ”শহীদ লাল রিজার্ভ বম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর ২০২৪ সম্পন্ন হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজ্জ্বল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি বিজয় চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অমিত চাকমা সুলভ, সিনিয়র শিক্ষার্থী শোভন ত্রিপুরা, সিনিয়র শিক্ষার্থী অতীশ দেওয়ান, সিনিয়র শিক্ষার্থী অতীশ চাকমা এবং আহবায়ক মং-ই-সিং মারমা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা।
খেলার শুরুতে শহীদ লাল রিজার্ভ বম এর স্মৃতি স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অমিত চাকমা সুলভ তার বক্তব্য বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখার জন্য এই ধরনের খেলাধুলা সবসময় অনবদ্য ভূমিকা পালন করেছে । তিনি প্রতি বছরের ন্যায় এ বছরও টুর্নামেন্ট আয়োজন করার জন্য পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার প্রতি কৃতজ্ঞতা জানান।
সিনিয়র শিক্ষার্থী শোভন ত্রিপুরা বলেন, আমরা পাহাড় থেকে যারা এখানে পড়াশোনা করতে এসেছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে বহুজাতির পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ রয়েছে সেটিকে আরো সুদৃঢ় করতে হবে।
অতীশ দেওয়ান তার বক্তব্যে বলেন, খেলার মধ্যে জয়-পরাজয়, হার-জিত থাকবে কিন্তু আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধ সামগ্রিক চেতনা এবং সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন।
টুর্নামেন্টের আহবায়ক মং-ই-সিং মারমা বলেন, আমাদের এই টুর্নামেন্টের আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল রাজশাহীতে রাবি এবং রুয়েট সহ অন্যান্য যে সকল প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সম্পর্ক আরো সুদৃঢ় করা। যাহাতে আমরা যেখানে যে অবস্থানে থাকিনা কেন আমরা যেন শেকড়ের প্রতি দায়বদ্ধতার কথা না ভুলি। তিনি বলেন, সুশিক্ষিত, হয়ে আমাদের নিজ নিজ জায়গা থেকে সমাজ ও জাতির কল্যাণের কথা ভাবতে হবে।
অনুষ্ঠানের সভাপতি বিজয় চাকমার বক্তব্যের মাধ্যমে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এবারের আসরে মোট ৪ টি দল খেলায় অংশগ্রহণ করে। অনেক বাধা অতিক্রম করে অবশেষে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে Supreme Spartans ও Jumma Sky King’s। খেলায় Supreme Spartans ৩০ রানের ব্যবধানে Jumma Sky King’s-কে হারিয়ে জয়লাভ করে। এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন Supreme Spartans খেলোয়াড় শোভন ত্রিপুরা। সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন Jumma Sky King’s এর খেলোয়াড় তুষন চাকমা। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন Team Primang দলের খেলোয়াড় স্মৃতিময় চাকমা ও এবারের আসরের উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবাশীষ ত্রিপুরা। এছাড়াও সেরা টিম ম্যানেজার হিসেবে নির্বাচিত হন Supreme Spartans এর ম্যানেজারবৃন্দ।
উল্লেখ্য যে, লাল রিজার্ভ বম ছিলেন পার্বত্য চুক্তির পূর্ব সময়ের পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির নেতৃত্বে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের একজন একনিষ্ঠ সমর্থক ও সহায়তাকারী। ১৯৯৩ সালের ১৭ আগষ্ট তিনি এক নারী আত্মীয়ের মৃত্যুর সংবাদ পৌঁছে দিতে বান্দরবান সদরের জর্ডান পাড়ার পাশে হিব্রু পাড়া থেকে রোয়াংছড়ি উপজেলার কচ্ছতলী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। সে দিনই রোয়াংছড়ি থেকে বান্দরবান ফেরার পথে রোয়াংছড়ি সেনাক্যাম্প থেকে টহলরত একটি সেনাদল শান্তিবাহিনীর সদস্য সন্দেহে নির্বিচারে লাল রিজার্ভ বমের উপর গুলি চালায় এবং তিনি সেখানেই নিহত হন।