স্পেনে দেশদ্রোহিতার দায়ে কাতালান নেতাদের কারাদণ্ড
কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের নয় নেতাকে দেশদ্রোহিতার দায়ে ৯ থেকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের সর্বোচ্চ আদালত।
২০১৭ সালে কাতালুনিয়ার স্বাধীনতার প্রস্তাবে গণভোট আয়োজনে ভূমিকার কারণে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আরও তিন কাতালন নেতাকে আইনভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে তাদের কারাদণ্ড না দিয়ে শুধু জরিমানা করা হয়েছে।
কাতালুনিয়ার ১২ জন রাজনীতিক ও আন্দোলনকারী তাদের বিরুদ্ধে আনা দেশদ্রোহিতার অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার এই রায় ঘোষণার আগে কাতালুনিয়ার স্বাধীনতাকামীরা স্পেনের আইন না মানার পরিকল্পনা করছিল।
বিচারে কাতালুনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওরিয়ন জুনকেলাসকে ২৫ বছর কারাদণ্ড দেওয়ার দাবি করেছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। দেশদ্রোহিতা ও সরকারি তহবিলের অপব্যবহারের দায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
নয় জনকে আরও গুরুতর অপরাধ বিদ্রোহের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।
Source: bdnews24