আঞ্চলিক সংবাদ

রোয়াংছড়ির বেতছড়াতে পাড়া প্রধান লাঞ্ছিত

বান্দরবান প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ১:৫০ টার দিকে বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়িনের বেতছড়া সেনা ক্যাম্পের একদল সেনাসদস্য তারাছা ইউনিয়নের নোয়াপতং মুখ পাড়ায় গিয়ে অভিযানের নামে পাড়ায় তল্লাশী চালিয়ে পাড়ার কার্বারী গং মুই উ মারমা (৫৫), জনসংহতি সমিতির নোয়াপতং মুখ গ্রাম কমিটির সদস্য ক্যম্রা অং মারমা (৪৫) ও মংয়ই উ মারমা (৪০)-কে মারধর করে শারিরীকভাবে জখম করেছে। এই তল্লাশী ও মারধর করার সময় সেনাসদস্যদের সাথে মুখোশধারী কিছু লোকজনকেও দেখা গেছে। জনসংহতি সমিতি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মারমার স্বাক্ষরিত ‌গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়িনের বেতছড়া সেনা ক্যাম্পের সদস্যদের কর্তৃক তল্লাশী অভিযানের নামে গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে জনসংহতি সমিতির সদস্যসহ নিরপরাধ ও নিরীহ জুম্মদের এভাবে নির্যাতনের ঘটনা চরম মানবাধিকার লংঘনের শামিল যা গভীর উদ্বেগজনক। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে বিবৃতিতে অবিলম্বে এধরনের অগণতান্ত্রিক সেনা তল্লাশী অভিযান ও নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়েছে।

Back to top button