৩০ জানুয়ারি পার্বত্য চুক্তির বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জনযাত্রা কর্মসূচি
হরেন্দ্রনাথ সিং, ১০জানুয়ারি, ঢাকাঃ জনউদ্যোগের আহ্বানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের যৌথসভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির শতভাগ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জনযাত্রার ও স্মারকরিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। আগামি ৩০ জানুয়ারি ২০১৮ সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হবে। জনযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালযের স্বোপার্জিত স্বাধিনতা থেকে এবং প্রধানমন্ত্রীর তেজগাওস্থ কর্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে তা শেষ হবে । এ উপলক্ষ্যে আজ মোহাম্মদপুরে আইইডির এইচকেএস আরেফিন সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসার সভাপতিত্বে সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, বাংলাদেশ আদিবাসী ফোরামের ছাত্র বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র বানাই, কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধি হিরন মিত্র চাকমা, সদস্য তিশেল চাকমা, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, বাংলাদেশ ছাত্র লীগ (বাংলাদেশ জাসদ) এর সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু, সদস্য মামুন আহমেদ মায়া, যুবনেতা মোজাম্মেল হক তন্ময়, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি অনন্ত ধামাই, কেন্দ্রীয় নেতা লিবিও ¤্রং,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি কেরিংটন চাকমা প্রমুখ।
সভায় আগামী ১৬ জানুয়ারি বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দের সাথে সভা এবং আগামি ১৮ জানুয়ারি বিকাল ৩.৩০টায় আইইডি কার্যালয়ে পরবর্তী প্রস্তুতিসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।