জাতীয়

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফলাফল

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল আগামী ২৮ জানুয়ারির মধ্যে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, এইচএসসির ফলাফল তৈরি আছে। অর্ডিন্যান্স প্রকাশের মাধ্যমে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া ছিল। তবে এই প্রক্রিয়ার জন্য সময় লাগবে।

তিনি আরও জানান, আসন্ন সংসদে এ বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় আইন পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

এসময় তিনি বলেন, ‘বড়জোর ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণা করা হবে।’

Back to top button