জাতীয়

সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় কাউন্সিল ২১ অক্টোবর

মাফিয়া সিন্ডিকেট, মুনাফালোভী শ্রেণীর মানুষদের ষড়যন্ত্রে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে হতাশা, ক্ষোভ নেমে এসেছে। মানুষ এখন অসহায়। দেশের সার্বিক পরিস্থিতি আমাদের বিবেচনায় উদ্বেগজনক। বৈশ্বিক মহামারী করোনার প্রভাব কিছুটা কমে এসেছে বটে তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি তেল, খাদ্য সংকট, উৎপাদন-বন্টনের অস্থিতিশীলতায় আমাদের দেশে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নৈরাজ্য নেমে এসেছে। দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া, ব্যবসা-বাণিজ্য মূলত এখন মাফিয়াদের হাতে জিম্মি হয়ে পড়েছে।

আজ ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্যদের (ভার্চুয়াল) এক সভা থেকে পাঠানো বিবৃতিতে এটি বলা হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসমূহের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাত ও অস্থিতিশীলতার পদধ্বনি হাতছানি দিচ্ছে। আমরা মনে করি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্থিতিশীলতা, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে এখনই রাজনৈতিক দলসমূহের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার তাগিদ জানিয়ে  রাজনৈতিক সংঘাত পরিহার করার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়,  নির্বাচনকেন্দ্রীক সহিংসতার অতীত ফলাফল কখনো জাতীয় জীবনে সুফল বয়ে আনেনি এটি সকলের বিবেচনায় নিতে হবে। অন্যথায় স্বার্থান্বেষী মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে তৎপর হয়ে উঠবে। অতীতের ন্যায় দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের দূর্বল জনগোষ্ঠি সংখ্যালঘু আদিবাসীদের উপর জুলুম নেমে আসুক এটি কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাম্য নয়। দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্গাপূজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে স¤প্রীতি ও সৌহার্দ্য বন্ধনকে আরো সুসংহত করুক- এ কামনা করি।’ আর এই পূজার মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত হোক। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সকল গণতন্ত্রমনা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রেণী পেশার সংগঠন ও মানুষদের কাছে উদাত্ত আহŸান জানাতে চাই। একটি স্থিতিশীল সমৃদ্ধ জাতি গঠনে আসুন সোচ্চার আওয়াজ তুলি। মাফিয়া সিন্ডিকেট বেষ্টিত লুটেরাদের বাণিজ্য বন্ধ কর, অর্থপাচার মানবপাচারকারীদের বিচার কর, নারী-শিশু নিপীড়নকারীদের কঠোর হস্তে দমন কর, সংখ্যালঘু আদিবাসীদের নাগরিক অধিকার সুরক্ষা কর, মুক্তিযুদ্ধের চেতনার জাতীয় জাগরণ গড়ে তোল।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সুলতানা কামাল, খুশি কবির, রাজিয়া সামাদ ডালিয়া, ডঃ সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নুরুর রহমান সেলিম, জয়ন্তী রায়, অসিত বরন রায়, এম এ সামাদ। সভার সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। সভায় ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতার হত্যার তীব্র নিন্দা জানিয়ে এবং বিগত করোনাকালীন সময়ে দেশবরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

সংগঠনের  দপ্তর সম্পাদক  বিপ্লব চাকমা সাক্ষরিত বিবৃতিতে আগামী ৩১ অক্টোবর ২০২২ সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের ঘোষণা জানানো হয়েছে।

Back to top button