জাতীয়

১৯৮২-১৯৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র নেতাদের আয়োজনে শিক্ষা অধিকার দিবস পালিত:

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ১৪ই ফেব্রুয়ারী (সোমবার) সকালে শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী শহীদ জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, আইয়ুব, দীপালি সাহা সহ বীর শহীদদের স্মরণে সাবেক ছাত্র নেতৃবৃন্দের উদ্যোগে শিক্ষা অধিকার চত্বরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও এক আলোচনা সভা ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক জাসদ ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মুনিরউদ্দিন আহমেদ। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আন্দোয়ারুল হক।

সভায় শোক প্রস্তাব পাঠ করেন বিপ্লবী ছাত্র সংঘের সাবেক আহ্ববায়ক মুখলেছউদ্দিন শাহীন। সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার অলক দাস গুপ্ত।

সাবেক ছাত্র নেতৃবৃন্দ বক্তব্যে তাদের নিজেদের ঐক্যকে আরও সুসংহত করা ও গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেন। সভার সভাপতি মুনিরউদ্দিন আহমেদ বলেন, যে ১০ দফার ভিত্তিতে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সেই ১০ দফাকে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো অবমূল্যায়ন করেছে। আগামীতে ১০ দফার সংগ্রামকে জোরদার করার পাশাপাশি জনমানুষের আকাঙ্খার সমাজ প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় উপস্থিত সকল নেতা ও কর্মীদের পরিচয় করিয়ে দেন জাসদ ছাত্রলীদের সাবেক সাধারণ সম্পাদক ও ’৯০ এর ছাত্র আন্দোলনের নেতা সফি আহমেদ। এছাড়াও তিনি বর্তমান সময়ে ইতিহাসের ধারাবাহিক লড়াই সংগ্রাম ও বর্তমান প্রেক্ষিতে ভবিষ্যৎ করনীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক ছাত্র নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পন। স্থান: শিক্ষা অধিকার চত্বর।ঢাকা ।

সভায় আরো বক্তব্য দেন, আসাদুল্লাহ তারেক, লুৎফা হাসান রোজী, মোহন রায়হান, হিমাংসু সাহা এছাড়াও ’৯০-এর ছাত্র-গণ আন্দোলনের নেতা ছাত্র মৈত্রির সাবেক সভাপতি নুর আহমেদ বকুল, আবৃত্তি করেন সাবেক ছাত্র নেতা লায়লা আফরোজ।

মুনিরউদ্দিন আহমেদ, আনোয়ারুল হক, এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, মাসুদুর রহমান মাসুদ, শফি আহমেদ ও ’৮২-৯০ এর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে হাইকোর্ট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় সাবেক ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সুজাউদ্দিন জাফর, মনসুরুল হাই সোহান, রাজু আহমেদ, সালেহ আহমেদ, আব্দুল্লাহ হিল কাফি রতন, বদরুল আলম, কামাল হোসেন বাদল, ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

Back to top button