আঞ্চলিক সংবাদ

১৭ বছর পর দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহারে প্রবেশর রাস্তা অবৈধ দখলমুক্ত

আইপিনিউজ ডেস্ক: আজ ২৯ জুলাই, মঙ্গলবার, সকাল ১০টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহার ১৭ বছর পর বিহা‌রে প্রবেশের রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। বৌদ্ধ বিহার নামীয় অ‌ধিকাংশ জায়গা উ‌চ্ছে‌দের প্রক্রিয়াধীন আ‌ছে। অবৈধ দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় বিহারের মূল ফটকে তালা লাগিয়ে আনুষ্ঠানিকভাবে বিহার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্যজঅং-এর কাছে চাবি হস্তান্তর করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন হ্নীলা ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও তহসিলদার মিসবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের কক্সবাজার জেলার সভাপতি থোয়াইঅং বুবু ও সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা রাখাইনসহ স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দফাদার, চৌকিদার ও বিহারের নিরাপত্তাকর্মীরা।
তালা দেওয়ার পর বিহার কমিটিকে চাবিগুলো হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
বিগত ১৭ বছর ধরে একটি প্রভাবশালী পরিবার বিহারের গেট বন্ধ করে জায়গাটি দখলে রেখে অবৈধভাবে প্লট আকারে বিক্রি করেছে। এমনকি, বিহার এলাকা ঘেঁষে থাকা শ্মশান পাহাড় কেটে নিচু জায়গা ভরাট করে সেখানে মহিলা উদ্যোক্তা বাজার, IOM অফিস, ও বাঁশের গুদাম নির্মাণ করেছে। বিহারের ভিক্ষু ও উপাসকদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে । এসব ঘটনা ধর্মীয় সহনশীলতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন বিহার কমিটির সদস্যরা।
বিহার রক্ষা কমিটি জানিয়েছে , পুরো বিহারভূমি ও শ্মশান পাহাড় পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলমান রাখবে এবং দখলদারদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিও রেখেছে।
এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মতিতে প্রবারণা পূর্ণিমা শেষে সীমা ঘরের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলেও জানানো হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে বিহার কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতেও সংখ্যালঘু ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে বলে এ আশাবাদ ব্যক্ত করেছে।

Back to top button