১০ এপ্রিল শেষ হচ্ছে ‘ইন্ডিজিনাস কমিউনিটি গ্রান্ট’ এর আবেদনের সময়সীমা

আইপিনিউজ ডেক্স (ঢাকা): বাংলাদেশের আলোকচিত্রী কমিউনিটি এখনও পর্যন্ত বাঙালি প্রধান। আলোকচিত্র সাংবাদিকতায় আদিবাসীদের উপস্থিতি নেই বললেই চলে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এই পেশায় এখনও সেভাবে যুক্ত হতে পারেনি। এই বাস্তবতাকে বদলানোর তাগিদ থেকে বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২৫ এর আয়োজন করেছে দৃক। ২০২২ সাল থেকে আদিবাসী ফটোগ্রাফারদের জন্য এই মেন্টরশীপ গ্রান্ট প্রবর্তন করেছে এই সংগঠনটি।
আয়োজকরা আইপিনিউজকে জানান, প্রথম দুই বছর এই গ্রান্টটি কেবল পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য প্রযোজ্য ছিল। এই বছর এই গ্রান্টের জন্য বাংলাদেশের সমতল বা পাহাড়ের যে কোনো আদিবাসী তরুণ আলোকচিত্রী আবেদন করতে পারবেন।
আগ্রহী আলোকচিত্রীদেরকে তাদের পোর্টফোলিও বা বাছাইকৃত ছবি সিভি সহ আগামী ১০ এপ্রিল ২০২৫ এর মধ্যে [email protected] ইমেইলে পাঠাতে অনুরোধ করেছেন আয়োজকরা।
মূল পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।